Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়, শিক্ষা ভবন, ২য় ব্লক  (৯ম তলা), ১৬, আব্দুল গণি রোড, ঢাকায় অবস্থিত। ।

প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা এর নিয়ন্ত্রনে পুরাতন ৯ টি বিভাগে  ৯ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী,  ৬৪ টি জেলায় একজন করে নির্বাহী প্রকৌশলী ( নির্বাহী প্রকৌশলী অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। মোঃ গোলাম মোস্তফা বর্তমানে ঝালকাঠি জেলা অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন), প্রতিটি জেলায়  ৩ জন করে সহকারী প্রকৌশলী, প্রতিটি উপজেলায়  ১ জন করে উপ-সহকারী প্রকৌশলী এবং সহায়ক জনবলের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর রক্ষণাবেক্ষণ, নির্মাণ/পূনঃনির্মাণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের মাধ্যমে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইহা ছাড়াও সরকারি বিশ্ববিদ্যালয় সমুহ, ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ, নতুন ভাবে পলিটেকনিক ইনস্টিটিউট সমূহ এবং নতুন ভাবে টেকনিক্যাল স্কুল ও  কলেজ স্থাপন করছে।